উজ্জীবিত মেয়েদের ‘ফাইনাল’ অঙ্গীকার
দক্ষিণ এশীয় ফুটবলে ভারত সবসময়ই বাংলাদেশের জন্য বড় বাধা। খেলোয়াড়দের জন্য মনস্তাত্ত্বিক একটা চ্যালেঞ্জও। অনেকবারই দেখা গেছে, অন্যান্য প্রতিপক্ষের সঙ্গে দুর্দান্ত খেলা বাংলাদেশ ভারতের মুখোমুখি হলেই কেমন যেন ম্রিয়মাণ হয়ে পড়ে! উজ্জীবিত রূপটা তাদের আর থাকে না! কী ছেলেদের ফুটবল, কী মেয়েদের-সবখানেই…